ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পারিবারিক কলহের জেরে দর্জির আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, মে ৬, ২০২১
পারিবারিক কলহের জেরে দর্জির আত্মহত্যা মো. দোলোয়ার হোসেন

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে মো. দোলোয়ার হোসেন (২২) নামে এক দর্জি আত্মহত্যা করেছেন।  

বৃহস্পতিবার (৬ মে) সকালে জোস মোহাম্মদ বিল্ডিং এর চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

 

মো. দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনাপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি দর্জির দোকানে কাজ করতেন।

 

দেলোয়ার হোসেনের ভাই মো.দিদার বাংলানিউজকে বলেন, প্রেম করে বিয়ে করেছিলেন দেলোয়ার। সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে ভাবি কাজে চলে যান। এরপর কয়েকবার তার মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া  অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই)  শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জেরে ওই দর্জি গলায় ফাঁস দেন বলে জেনেছি। এ অবস্থায় সকাল পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘন্টা, ০৬ মে, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।