ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদ উপহার পেল বাকলিয়ায় দুইশ’ সুবিধাবঞ্চিত শিশু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ৫, ২০২১
ঈদ উপহার পেল বাকলিয়ায় দুইশ’ সুবিধাবঞ্চিত শিশু ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়ার সুবিধাবঞ্চিত পথশিশুরা করোনা পরিস্থিতির মধ্যেই পেল বিশেষ ঈদ উপহার। শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে বাকলিয়া শহীদ এনএমএমজে বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এ উপহার দিয়েছে।

 

বুধবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বাকলিয়া শহীদ এনএমএমজে বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর যুবলীগ নেতা মো. রফিকুল আলম রুবু বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা সবসময় অবহেলিত থাকে।

তাদের সেই কষ্টের কথা চিন্তা করে নওফেল ভাইয়ের পক্ষ থেকে তাদের এ উপহার দেওয়া আমাদের একটা প্রচেষ্টামাত্র। ঈদের মুহূর্তে দুইশ’ সুবিধাবঞ্চিত শিশুর মুখে যেন হাসি ফুটে সেই চেষ্টা করেছি।  

এদিকে, প্রতিদিনের মতো বুধবার বিকেলে শিক্ষা উপ-মন্ত্রীর পক্ষে বাকলিয়া থানা ছাত্রলীগ বক্সিরহাট ওয়ার্ডে রাজাখালী মোড়ে অসচ্ছল ও কর্মহীন মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে।  

এ সময় উপস্থিত ছিলেন বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ চৌধুরী বাহাদুর, বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, বক্সিরহাট আওয়ামী লীগ নেতা সাঈদ হোসন সোহেল, ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক ছাত্রনেতা তাপস কান্তি, মো. সালাউদ্দিন, বাকলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসেন সম্রাট, সদস্য ইমরানুল হক সাগর, সাইফুজ্জামান আবির, বাকলিয়া শহীদ এনএমএমজে বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ প্রতিনিধি রকি ভট্টাচার্য, ফজলে রাব্বি, মুহিম, ফাহাদ, রিদয়, সজীব, শুভ চক্রবর্তী, শান্ত রায়, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগ নেতা সৌরভ হোসেন সাকিব, আনোয়ারুল ইসলাম চিশতি, আদনান হোসেন, নাজমুল হাসান, ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাইম উদ্দিন আকাশ, ফাহিম আহমেদ, বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিজবাহ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মে ০৫, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।