ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পছন্দের ঈদের পোশাক না পেয়ে কিশোরীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৬, মে ৪, ২০২১
পছন্দের ঈদের পোশাক না পেয়ে কিশোরীর আত্মহত্যা প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে ঈদে পছন্দের পোশাক না পেয়ে সায়মা আকতার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।  

সোমবার (৩ মে) বিকাল ৫টার দিকে চাঁপাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত কিশোরী ওই এলাকার আইয়ুব আলীর মেয়ে।  

ঈদে পছন্দের পোশাক না পেয়ে আত্মহত্যার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো.আরিফ।

 

তিনি জানান, পছন্দের পোশাক না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে সায়মা আকতার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মরদেহটি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়েছিল। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, মে ৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।