ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে তরমুজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
হাটহাজারীতে তরমুজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হাটহাজারীতে তরমুজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: খুচরা পর্যায়ে তরমুজের অস্বাভাবিক দাম, পিস হিসেবে কিনে কেজি হিসেবে বেশি দামে বিক্রি ইত্যাদি পর্যবেক্ষণে হাটহাজারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এ অভিযানে নেতৃত্ব দেন।

 

তিনি বাংলানিউজকে বলেন, হাটহাজারী উপজেলার বিভিন্ন বাজারে তরমুজ কেজিতে বিক্রি হচ্ছে কিনা, ক্রয় ভাউচার আছে কিনা, ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রির মিল আছে কিনা ইত্যাদি বিষয় নজরদারির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। তবে কেজিতে বিক্রির প্রমাণ পাওয়া যায়নি।

 

২৪ ঘণ্টার মধ্যে বিক্রেতাদের ক্রয় ভাউচার সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।  

চট্টগ্রাম কেজি মাপে তরমুজ বিক্রি না হলেও মাঝারি আকারের একেকটি তরমুজ ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।