ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কলিজায় রক্ত ভরে ওজন বাড়ানোর চেষ্টা, জরিমানা ৫ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
কলিজায় রক্ত ভরে ওজন বাড়ানোর চেষ্টা, জরিমানা ৫ হাজার গরুর কলিজার ওজন বাড়াতে রক্ত পুশ করায় জরিমানা

চট্টগ্রাম: গরুর কলিজার ওজন বাড়াতে রক্ত ইনজেক্ট বা পুশ করায় নগরের ইলিয়াসের মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  
সোমবার (২৬ এপ্রিল) নিয়মিত বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করা হয়েছে।

 

এপিবিএন, ৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান নেতৃত্ব দেন।  

মুহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, অভিযানকালে হালিশহর থানার নয়াবাজারের তারেক পোলট্রি ফার্মকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা, ইসলাম স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করা, তেলাপোকা মিশ্রিত খোলা তেল বিক্রি এবং হাইড্রোজ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

১ নম্বর পানির কল এলাকার আল-আরাফাত ফুড প্রোডাক্টসকে মোড়কবিধি না মানায় অর্থাৎ উৎপাদন-মেয়াদ বিহীন মোড়কজাত পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় আরাফাত ফার্মেসিকে ২ হাজার, কবির মেডিকোকে ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে। জনতা ট্রেডার্সকে অননুমোদিত রং সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জরিমানা করে প্রায় ১ কেজি রং ধ্বংস করা হয়। বউবাজারের রহমান স্টোরকে অননুমোদিত রং সংরক্ষণ করায় ৫ হাজার জরিমানা করা হয়েছে।  

কাঁচাবাজার পরিদর্শনকালে ভোক্তাসাধারণকে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করেন কর্মকর্তারা। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য বেচাকেনা করার এবং প্রতারিত হলে অধিদফতরের হট লাইনে (নম্বর ১৬১২১) অভিযোগ জানাতে অনুরোধ জানান।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।