ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ৫ হাজার মিটার 'ঘেরা জাল' জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
হালদায় ৫ হাজার মিটার 'ঘেরা জাল' জব্দ 

চট্টগ্রাম: প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা থেকে রাত ১০ টা পর্যন্ত সাত্তারঘাট থেকে উত্তর মেখলসহ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলানিউজকে বলেন, এখন হালদায় ডিম ছাড়ার মৌসুম। মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে।

মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও এখন তৎপর ইফতার এবং সেহরির সময়ে।  

তিনি বলেন, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় ইফতারের পর উপজেলা প্রশাসনের এই অভিযান পরিচালনা করা হয়। এ  অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।