ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লকডাউনে অ্যাম্বুলেন্সে ভাড়ায় যাত্রী পরিবহন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
লকডাউনে অ্যাম্বুলেন্সে ভাড়ায় যাত্রী পরিবহন! ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানা এলাকায় বাঁশখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করেই যাত্রী পরিবহনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। করোনা পরিস্থিতিতে দেশে চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন করেন অ্যাম্বুলেন্স-চালক মো. আলমগীর।

 

এ বিষয়ে অ্যাম্বুলেন্স-চালক মো. আলমগীর জানান, চট্টগ্রামে রোগী নিয়ে এসেছিলাম। আমার গ্রামের মানুষ হাসপাতালে এসেছিল।

এসময় আমার এলাকার কিছু লোক গাড়ির জন্য অপেক্ষা করছেন। তারা আমার পরিচিতও। তাদের অসহায়ত্ব থেকে নিরুপায় হয়ে তুলেছিলাম। করোনার সময়ে ভয়ে মানুষ অ্যাম্বুলেন্স ওঠে না।  

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী জানান, করোনাকালীন লকডাউনের সময় অ্যাম্বুলেন্সে করে যাত্রী পরিবহনের বিষয়টি আমার নজরে এসেছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।