ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ৯ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, এপ্রিল ১৭, ২০২১
নগরে ৯ মামলার আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের উদার পাহাড় থেকে মো. আনোয়ার হোসেন নামে একাধিক মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

গ্রেফতার আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের মো. আব্দুর রবের ছেলে। বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার ডেবারপাড় জামতলা এলাকায় বসবাস করেন।

 

ওসি প্রিটন সরকার বাংলানিউজকে জানান, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাসহ ৯ মামলার আসামি আনোয়ার হোসেনকে চাঁদাবাজি মামলায় শুক্রবার রাতে চন্দ্র নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭ , ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।