ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু প্রতীকী ছবি।

চট্টগ্রাম: বাঁশখালীর জলদী পাহাড়ে বন্য হাতির আক্রমণে নুর আয়েশা (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৭ টার দিকে পাহাড়ে বাগান থেকে লেবু আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নুর আয়েশা উত্তর জলদী দীঘির পাড় ৬ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ ফেরদৌস আলীর স্ত্রী।

জলদী অভয়ারণ্য বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, পাহাড়ে নিজের বাগান থেকে লেবু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন নুর আয়েশা।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, হাতির আক্রমণে নিহত নুর আয়েশার দাফনসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।