ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
সীতাকুণ্ডে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মধ্যম মাহমুদাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই মো. ইব্রাহীমের রডের আঘাতে বড় ভাই মো. ইসহাক (৫৫) নিহত হয়েছেন।  
সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে আলন মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ ইসহাক (৫৫) ওই এলাকার আলন মিয়া সওদাগরের ছেলে। তিনি রেস্তোরাঁর ব্যবসা করতেন।
 

মো. ইসহাকের ছেলে মো. শাকিব বাংলানিউজকে জানান, পরিবারের জমি নিয়ে আমাদের সঙ্গে চাচার সঙ্গে বিরোধ ছিল। ২ মাস আগে আদালতে একটি মামলা করেছিলাম আমরা। কয়েকমাস যাবত আমাদের সঙ্গে ঝামেলা চলছিল চাচার সঙ্গে। চাচা আমার আব্বাকে রড ও দেশি অস্ত্র দিয়ে আঘাত করেন।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যাযে ইব্রাহিম রড দিয়ে মো. ইসহাককে এলোপাতাড়ি আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুরের দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. ইসহাককে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।