ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিপ ইয়ার্ডে ৩ শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
শিপ ইয়ার্ডে ৩ শ্রমিক দগ্ধ ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে ‘যমুনা শিপ ব্রেকার্স’ নামে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (১১ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধ শ্রমিকরা হলেন- মো. জিহাদ (১৮), মো. আব্দুর সামাদ (৪০), মো. পাইলট (২২)। তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছে।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কাজ করার সময় অসতর্কতার কারণে শ্রমিকদের গায়ে আগুন লেগে যায়। এতে তিন জন দগ্ধ হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধ তিন জনের মধ্যে জিহাদের ৩৫ শতাংশ এবং সামাদ ও মো. পাইলটের শরীরে ২৫ শতাংশ বার্ণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।