ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এনায়েত বাজারে হেলে পড়লো ৫ তলা ভবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৭, এপ্রিল ১১, ২০২১
এনায়েত বাজারে হেলে পড়লো ৫ তলা ভবন ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের এনায়েত বাজার এলাকায় একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে।  

শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

একে একে ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উৎসুক জনতাকে ভিড় না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, আমরা ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নিচ্ছি। সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।  নির্মাণজনিত ত্রুটির কারণে ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, গোয়ালপাড়ায় কার্তিক ঘোষের মালিকানাধীন ভবনটিতে তার ৫ ছেলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ভবনটি হেলে পড়ায় তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।  
 
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল অপারেটর জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, রাত সোয়া ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে। ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।