ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মা ও শিশু হাসপাতালের উদ্যোগ: বাসায় বসে মিলবে করোনার চিকিৎসা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
মা ও শিশু হাসপাতালের উদ্যোগ: বাসায় বসে মিলবে করোনার চিকিৎসা   ফাইল ছবি

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাসায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল।

শনিবার (১০ এপ্রিল) থেকে এ চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে হাসপাতালটির চিকিৎসকদের একাধিক টিম।

মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ বাংলানিউজকে বলেন, রোগীর করোনা ভাইরাসের কোনো লক্ষণ থাকলে নির্ধারিত হেল্প লাইন নম্বরে যোগাযোগ করলে চিকিৎসক বাসায় গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন। এ উদ্যোগের জন্য আমাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।

 

প্রতিদিন সকাল ০৯ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। সেবা পাওয়ার জন্য যোগাযোগ করা যাবে ০১৭৯১৬০৫০২২, ০১৮৮৪৪৯৪৯৪২, ০১৯৩৩৮৫০৯৬০ ও ০১৯৪১২০৭০১০ নম্বরে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad