ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বসিয়ে খাওয়ানোয় জরিমানা গুনলো কুটুমবাড়িসহ তিন রেস্টুরেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
বসিয়ে খাওয়ানোয় জরিমানা গুনলো কুটুমবাড়িসহ তিন রেস্টুরেন্ট ...

চট্টগ্রাম: সরকারি নির্দেশনা অমান্য করে রেস্টুরেন্টে বসিয়ে খাওয়ানোর অভিযোগে নগরের তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১০ এপ্রিল) নগরের চকবাজার এবং বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, সাদিয়া'স কিচেন ও মক্কা বিরানী হাউজকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি লংঘন এবং সরকারি নির্দেশ অমান্য করে রেস্টুরেন্টে বসিয়ে খাওয়ানোর কারণে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, সাদিয়া’স কিচেন এবং মক্কা বিরানী হাউজকে ৪৫ হাজার ৫০০ জরিমানা করা হয়েছে। এছাড়া মাস্ক পরিধান না করায় ১৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

 

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।