ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিসিবির ট্রাকে ইফতারের খেজুর, ৮০ টাকা কেজি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
টিসিবির ট্রাকে ইফতারের খেজুর, ৮০ টাকা কেজি ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রমজানে ইফতারের গুরুত্বপূর্ণ উপকরণ খেজুর বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে। প্রতি কেজি খেজুর ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং খোলাবাজারে বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা।

 

শনিবার (১০ এপ্রিল) নগরের জামালখান, আন্দরকিল্লা, কাজীর দেউড়ি, স্টিলমিল বাজার, মুরাদপুর, আলকরণ, আগ্রাবাদসহ ৩০টি মোড়ে ট্রাকে ভোগ্যপণ্য বিক্রি করেন টিসিবির ডিলাররা।

প্রচণ্ড গরমের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির নিত্যপণ্য কিনেন সাধারণ মানুষ।

জামালখান মোড়ে কথা হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের নাইটগার্ড আজিজুল হকের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, বেতন পেয়েই রমজানের জন্য ছোলা, চিনি, খেজুর, ডাল কিনতে চলে এলাম। খুচরা দোকানের চেয়ে অনেক কম দামেই বিক্রি করছে টিসিবি। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, প্রতিটি ট্রাকে ১০ কার্টনে ১০০ কেজি খেজুর, ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি মশুর ডাল, ১২শ’ লিটার বোতলজাত সয়াবিন, ৫০০ কেজি পেঁয়াজ, ৬০০ কেজি ছোলা দেওয়া হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত পণ্য মজুদ আছে।

তিনি জানান, একজন ভোক্তা ৫৫ টাকা দরে ২ কেজি ছোলা, ৮০ টাকা দরে ১ কেজি খেজুর, ৫৫ টাকা দরে ২-৩ কেজি সাদা চিনি, ৫৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ২০ টাকা দরে ৪-৫ কেজি পেঁয়াজ, ১০০ টাকা দরে ২-৪ লিটার সয়াবিন (সরবরাহ থাকলে ৫ লিটার বোতল) কিনতে পারবেন।  

এর আগে ১ এপ্রিল টিসিবির ট্রাকে ছোলা বিক্রি শুরু হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১

এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।