ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু  ডা. আবদুল লতিফ

চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল লতিফ নামে ৬৫ বছর বয়সী এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. আবদুল লতিফের (৬৫) বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায়। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক (জিএম) ডা. মো. সেলিম বাংলানিউজকে জানান, ডা. লতিফ গত ৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি মেট্রোপলিটন হাসপাতালে পরিচালক ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।