ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লকডাউনেও মুখে মাস্ক নেই, ৯ জনকে ১২০০ টাকা জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
লকডাউনেও মুখে মাস্ক নেই, ৯ জনকে ১২০০ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউনের প্রথম দিন মাস্ক না পরে সড়কে নামায় ৯ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুবিলি রোডের মেশিনারি মার্কেটে দোকান খোলা রাখায় দুই দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৫ এপ্রিল) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বাংলানিউজকে জানান, নগরের কাজীর দেউড়ি, আবদুল করিম সাহিত্যবিশারদ লেইন,  জুবিলি রোড, নিউমার্কেট, রেল স্টেশন ও স্টেশন রোড এলাকায় লকডাউনের নিষেধাজ্ঞা না মেনে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ৯ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া মেশিনারি মার্কেটের ২টি দোকান খোলা রাখায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানে মাস্কবিহীন লোকজনকে জরিমানা, সতর্ক করার পাশাপাশি চসিকের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। জনসাধারণকে মাস্ক পরাসহ লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয় অভিযানে।  

চসিকের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযান পরিচালনায় সহায়তা করেছে।   

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।