ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় মহাসড়ক অবরোধ করে হেফাজতের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, মার্চ ২৮, ২০২১
পটিয়ায় মহাসড়ক অবরোধ করে হেফাজতের বিক্ষোভ  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলার ডাকবাংলো মোড় এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

পটিয়া থানার ওসি (তদন্ত) মিনহাজ মাহমুদ বাংলানিউজকে বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

 

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এই সড়কের যাত্রীরা।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।