ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আত্মত্যাগের পথ ধরেই সোনার বাংলা গড়তে হবে: রেজাউল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
আত্মত্যাগের পথ ধরেই সোনার বাংলা গড়তে হবে: রেজাউল  ...

চট্টগ্রাম: একাত্তরের অগ্নিঝরা পঁচিশে মার্চ বাঙালি জাতি তথা বিশ্ববাসী দেখেছিল ইতিহাসের বিভীষিকাময় ভয়াল ও নৃসংশতম বর্বরতা। মধ্যরাতে গণহত্যার নীলনকশা ‘অপারেশন সার্চলাইট’নামে পাকিস্তানি দানবরা মেতে উঠেছিল নির্বিচারে স্বাধীনতাকামী বাঙালি নিধনযজ্ঞে।

 

বাঙালি বুকের তাজা রক্ত দিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ডিসেম্বরে পূর্ণ বিজয় অর্জন করে। বাঙালির সেই আত্মদান ও আত্মত্যাগের পথ ধরে আগামীর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

 

গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) টাইগারপাসের চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।  

চসিকের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, আফরোজা জহুর, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী, মো. ইলিয়াছ, শেখ জাফরুল হায়দার চৌধুরী, রুমকি সেনগুপ্ত, আনজুমান আরা, জাহেদা বেগম পপি, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, আঞ্চলিক প্রধান নির্বাহী আফিয়া আখতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, শিক্ষা কর্মকর্তা সালমা ফেরদৌস, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, বিপ্লব দাশ, মির্জা ফজলুল কাদের, আশিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, নগর পরিকল্পনাবিদ আব্দুল্লাহ আল ওমর প্রমুখ।

এর আগে চসিকের পক্ষ থেকে সকালে জাকির হোসেন সড়কে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র ও কাউন্সিলররা। এ ছাড়া চসিক সম্মেলন কক্ষে আয়োজন করা হয় মিলাদ মাহফিল।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad