ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্ক না পরায় চট্টগ্রামে ৫ জনকে ৯০০ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
মাস্ক না পরায় চট্টগ্রামে ৫ জনকে ৯০০ টাকা জরিমানা বিভিন্ন ধরনের মাস্ক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বৈশ্বিক মহামারি করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ৫ জনকে ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।  বুধবার (২৪ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।

 

তিনি বাংলানিউজকে বলেন, মাস্ক না পরায় চারজনকে ২০০ টাকা করে এবং একজনকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।  

এর আগে নগরের পাহাড়তলী সাগরিকা গরুর বাজার রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চসিক।

গরুর বাজারের ভেতরে চলাচলের রাস্তায় অবৈধ দোকান নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ অভিযান চালানো হয়েছে।  

এ ছাড়া ট্রেড লাইসেন্স না থাকায় ৬ ব্যবসায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাসহ ৭হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।  অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad