ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বহদ্দারহাটে ফুটপাতের দোকান গুঁড়িয়ে দিল চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
বহদ্দারহাটে ফুটপাতের দোকান গুঁড়িয়ে দিল চসিক ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট পুলিশ বক্স সংলগ্ন ফুটপাতের অবৈধ দোকান গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

বৃহস্পতিবার (১৮ মার্চ) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে জানান, ফুটপাতে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় তা দখলমুক্ত করা হয়েছে। ভ 
একই অভিযানে এশিয়ান হাইওয়ের শুলকবহর এলাকায় নালা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে সর্বসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।