ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি

বঙ্গবন্ধু না হলে প্রতিষ্ঠিত হতো না স্বাধীন বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
বঙ্গবন্ধু না হলে প্রতিষ্ঠিত হতো না স্বাধীন বাংলাদেশ

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ও দেশবরেণ্য শিক্ষাবিদ ড. মাহফুজুল হক চৌধুরী।  

তিনি বলেছেন, পৃথিবীতে খুব কম মানুষ-ই আছেন, যারা অনেকগুলো গুণ নিয়ে একসাথে পথ চলতে পারেন।

বঙ্গবন্ধু তাদের একজন। যার সম্মোহনী শক্তি, সাহস, সততা, যুক্তি মন, মানুষের প্রতি ভালোবাসা- ইতিহাসের পাতায় বীরোচিত হয়ে থাকবে অনন্তকাল।
 

উপাচার্য বুধবার সকালে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।  

দিনটি উদযাপন উপলক্ষ্যে কর্তৃপক্ষ হাতে নেয় নানান কর্মসূচী। যার ভেতর ছিল: ভবনে পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা ও স্মৃতিচারণ।  

অনুষ্ঠানে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, বঙ্গবন্ধুর অসীম ক্ষমতাই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে ছিল। তাকে নিয়ে বিতর্ক কাম্য নয়।  

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার প্রাণবন্ত সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির  হোসেন, বিজনেস স্কুলের অধ্যাপক নুরুল আবসার ও ড. মনজুর কাদের, সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, স্ল্যাস এর প্রভাষক নসিহ উল ওয়াদুদ আলম, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব কুমার দোয়েল দে, এইচআর শাখার সহকারি পরিচালক মো. আশরাফুল হক, শিক্ষার্থী আকরাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ‘আমি বাংলার গান গেয়ে’ উপাচার্যের কাছ থেকে পুরস্কার পেয়ে যান কৃতী ছাত্রী প্রীতু ঘোষ।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।