ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কারাগারে ফায়ার সার্ভিসের তল্লাশি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ৮, ২০২১
কারাগারে ফায়ার সার্ভিসের তল্লাশি  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নিখোঁজ হাজতিকে খুঁজতে কারা অভ্যন্তরে ফায়ার সার্ভিসের তিনটি দল তল্লাশি চালাচ্ছে।

 সোমবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে।

 

হাজতি মো. ফরহাদ হোসেন রুবেল এর সন্ধানে কারাগারের ভেতর ড্রেন ও সেপটিক ট্যাংকগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জানে আলম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম ফায়ার সার্ভিসের তিনটি দল কাজ শুরু করেছে।

কারাগারের অভ্যন্তরে সব ড্রেন ও সেপটিক ট্যাংকগুলোতে তল্লাশি চালানো হবে। সেখানে অনেকে অসুস্থ হতে পারে, তাই পরিধি আরও বাড়তে পারে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।