ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল ...

চট্টগ্রাম: জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে সংগঠনের নগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী প্রধান অতিথি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান আলোচক ছিলেন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, জেলা পরিষদ সদস্য আখতার মাহমুদ পারভেজ, মো. সেলিম চৌধুরী, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ শাকু, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, হাজি সেলিম রহমান, মো. জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, অ্যাডভোকেট কামরুল আজম টিপু, নুরুল হুদা চৌধুরী, নবী হোসেন সালাউদ্দিন, মোস্তাফিজ বিপ্লব, নাছির আলী খান, অ্যাডভোকেট মিলাদুল আমীন, আবদুর রহীম, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, মঈনুল আলম খান, মো. গিয়াস উদ্দিন, সাধন চন্দ্র দাশ, সোহেল ইকবাল, শীলা চৌধুরী, মো. হোসেন সাদ্দাম, ইসমে আজিম আসিফ, এমএইচ মানিক, মানউল্লাহ মানিক, আঁচল চক্রবর্তী, খালেদুজ্জামান, সাজ্জাদ হোসেন প্রমুখ।  

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস ও বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল।

মূলত এ ভাষণের পর থেকেই বাঙালি সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।