ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাসানচরের রোহিঙ্গারা ভালো আছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১, ২০২১
ভাসানচরের রোহিঙ্গারা ভালো আছেন ...

চট্টগ্রাম: ভাসানচরে রোহিঙ্গারা স্বাস্থ্যসম্মত পরিবেশে বেশ ভালোভাবে বসবাস করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক।

সোমবার (১ মার্চ) টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান।

  
এরিয়া কমান্ডার চসিক দফতরে এসে পৌঁছালে মেয়র উষ্ণ অভ্যর্থনা জানান ও ফুল দিয়ে বরণ করেন। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পর নৌ এরিয়া কমান্ডার চসিকের উন্নয়ন ও সেবামূলক কাজে প্রাতিষ্ঠানিকভাবে তাদের কোনো সহায়তার প্রয়োজন হলে তা করার ইচ্ছা পোষণ করেন।
 

রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি খাল-নালাগুলো পরিষ্কারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করলে মেয়র শিগগির ময়লা আবর্জনায় ভরে যাওয়া খাল পরিষ্কারের কাজ শুরু করা হবে বলে জানান।  

বৈঠককালে কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

এপ্রিলের মধ্যে পিসি রোডের কাজ শেষ চান মেয়র

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এপ্রিলের মধ্যে পোর্ট পোর্টকানেক্টিং রোডের কাজ শেষ করতে চান। সোমবার বিকেলে পোর্ট কানেক্টিং কলকা সিএনজি থেকে নয়াবাজার পর্যন্ত অংশের পিচ ঢালাইয়ের কাজ পরিদর্শনে গিয়ে মেয়র একথা বলেন।

এ সময় স্থানীয় কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, চসিকের নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজম্মেল হক, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী আবু সাহাদাত মো. তৈয়ব, আশিকুল ইসলাম, স্থানীয় রাজনীতিক মো. হোসেন, গোলাম ফোরকান মেয়রের সাথে ছিলেন।  

মেয়র বলেন, আমরা কাজ না করলে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করবো। আর যদি কেউ মৌখিকভাবে দোষ স্বীকার করে কাজ করবে কথা দেয় তাদের সে সুযোগও দেওয়া হবে। সামনে বর্ষা, কাজেই নতুন কার্যাদেশ নিয়ে করতে গেলে সময়ক্ষেপণ হবে। তাই চেষ্টা করছি যারা কাজ পেয়েছে তাদের থেকে কাজ আদায় করতে। না করলে তখন আইনি ব্যবস্থা নিব অবশ্যই।

পিসি রোডে ৪ গ্রুপে কাজ চলছে। এখানে কাজ করছে তাহের ব্রাদার্স, ম্যাক করপোরেশন ও রানা বিল্ডার্স। তাহের ব্রাদার্সের কাজ প্রায় শেষ। বাকি রয়েছে রানা বিল্ডার্স ও ম্যাক এর। বর্ষার আগে জনবহুল এই পিসি রোডের পূর্ব পাশের ১ হাজার মিটার সড়কের পিচ ঢালাই সম্পন্ন হলেও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে।  

‘সোনার বাংলা’ স্পেশাল বাস সার্ভিস উদ্বোধন

নগরের শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ‘সোনার বাংলা’ স্পেশাল বাস সার্ভিসের উদ্বোধন করেন মেয়র। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ।  
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহম্মদ।  

এ বাস সার্ভিস চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ চালু করেছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।