ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লালদিয়ার চরে ৫২ একরে কাঁটাতারের বেড়া দিচ্ছে বন্দর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ১, ২০২১
লালদিয়ার চরে ৫২ একরে কাঁটাতারের বেড়া দিচ্ছে বন্দর ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের পতেঙ্গার লালদিয়ার চর থেকে শান্তিপূর্ণভাবে বাসিন্দারা চলে যেতে থাকায় কাঁটাতারের বেড়া দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (১ মার্চ) সকাল থেকে মূল সড়কের পাশের এলাকায় বাঁশ পুঁতে বেড়া তৈরির কাজ শুরু করেন বন্দরের কয়েকশ শ্রমিক।

সকাল থেকে নিজ উদ্যোগে বাসিন্দারা বসতঘর ছেড়ে চলে যেতে শুরু করেন। অনেকে ভাঙাবাড়ি, আসবাব বিক্রি করে দেন নামমাত্র মূল্যে।

কেউ কেউ রিকশা, ভ্যান ও ট্রাকের অভাবে মালপত্র নিয়ে অসহায় বসে আছেন।

বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা লালদিয়ার চর এলাকা পরিদর্শন করেছেন। বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ, আনসার সদস্য এলাকায় টহল দিচ্ছেন।

বন্দরের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেছেন, মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান এলাকা উচ্ছেদের আওতার বাইরে রাখা হবে।

তিনি জানান, উচ্চ আদালতের রায় ও নির্দেশনা অনুযায়ী ৫২ একর জায়গায় উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আগেই নোটিশ ইস্যু, মাইকিং করে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।