ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রডের আঘাতে প্রাণ গেলো কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
রডের আঘাতে প্রাণ গেলো কিশোরের

চট্টগ্রাম: বোয়ালখালীতে চাচাতো ভাইয়ের রডের আঘাতে আহত হয়ে মো. বেলাল হোসেন (১৫) নামের এক কিশোর মারা গেছে। উপজেলার মধ্যম চরণদ্বীপ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত বেলাল ওই এলাকার মুন্সি মিয়া সারেং বাড়ীর প্রবাসী বজল আহমদের ছেলে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা যায়।

নিহতের মামা নুরুল আবচার জানান, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বেলালের চাচাতো ভাই মো. ঈদু আলম (১৬) শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি মেজবান খেয়ে আসার পথে বেলালের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে।  

এতে গুরুতর আহত বেলালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। ভর্তির এক ঘণ্টার মধ্যে বেলাল মারা যায়।  

খবর পেয়ে নগরের পাঁচলাইশ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষে এখনো মামলা দায়ের করেননি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।