ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে ২ হাজার নারী-পুরুষের ১০ কিমি ম্যারাথন ৬ মার্চ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
রাউজানে ২ হাজার নারী-পুরুষের ১০ কিমি ম্যারাথন ৬ মার্চ  বক্তব্য দেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

চট্টগ্রাম: এক হাজার নারীসহ ২ হাজার মানুষের ১০ কিলোমিটার ম্যারাথন হবে রাউজানে। আগামী ৬ মার্চ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সত্তারঘাট থেকে জলিলনগর পর্যন্ত এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।

 

অংশগ্রহণকারী নারীদের পরনে থাকবে লাল-সবুজের শাড়ি, পুরুষদের পরনে লাল-সবুজ টি শার্ট। বুকে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের লোগো।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাউজানের মুন্সিরঘাটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।  

বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর প্রমুখ।  

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার পালিত বাংলানিউজকে জানান, ম্যারাথন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হবে পুরো এলাকা। স্বতঃস্ফূর্তভাবে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ১৪ ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২ হাজার নেতা-কর্মী এ ম্যারাথনে অংশ নেবেন। এর মধ্যে ১ হাজার নারী থাকবেন। সুন্দর ও সুশৃঙ্খলভাবে ম্যারাথন সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।     

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।