ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনী সহিংসতায় প্রাণহানী: জামিনে মুক্ত কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
নির্বাচনী সহিংসতায় প্রাণহানী: জামিনে মুক্ত কাদের

চট্টগ্রাম: সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রচারণার সময় দুই কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার সাবেক কাউন্সিলর আবদুল কাদের জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আবদুল কাদেরকে মুক্তি দেওয়া হয়।

গত ১২ জানুয়ারি নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন মারা যান।

 

এ ঘটনায় অভিযান চালিয়ে আবদুল কাদেরসহ ২৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাতেই কাদেরকে মূল অভিযুক্ত করে মোট ১৩ জনকে আসামি করে নগরের ডবলমুরিং থানায় মামলা করেন নিহত আজগর আলী বাবুলের ছেলে সিজান মোহাম্মদ সেতু।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। জামিন আদেশ আসার পর সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।