ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ১৭ কেজি স্বর্ণ বিমানের আবুধাবি ফ্লাইটে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
সাড়ে ১৭ কেজি স্বর্ণ বিমানের আবুধাবি ফ্লাইটে উদ্ধারকৃত স্বর্ণবার।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে  বিজি১২৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন।

সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে।  

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার দুপুর ১২টায় বাংলানিউজকে জানান, ওই ফ্লাইটে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়।

যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।  

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক নুরুন নাহার লিলি বাংলানিউজকে জানান, বিমানের আসনের পাশের ‘এসি প্যানেলের’ ভেতর সুকৌশলে লুকানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ২৬এ নম্বর সিটের পাশ থেকে ৯০ পিস এবং ১৮এফ সিটের পাশ থেকে ৬০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।  

উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।