ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু ফাইল ছবি।

চট্টগ্রাম: আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আজিজ ফকির নামে ৭৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে আনোয়ারার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

বটতলী ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য সুনীল নাথ বাংলানিউজকে বলেন, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। এলাকার লোকজন প্রথমবার হাতির দলকে তাড়িয়ে দেয়।

কিন্তু ভোরে গ্রামের অন্যপাশ দিয়ে আবারও হাতির দল লোকালয়ে নেমে আসে। এসময় আজিজ ফকির ফজরের নামাজ পড়তে বের হলে হাতির আক্রমণে মৃত্যু হয়।
 
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস দিদারুল ইসলাম সিকদার হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।