ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ পোশাক শ্রমিক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
আনোয়ারায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ পোশাক শ্রমিক আহত প্রতীকী ছবি।

চট্টগ্রাম: আনোয়ারায় পোশাক শ্রমিক বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।  

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রোজিনা আখতার (২৫), হাবিবা আখতার (১৮),  জাহানারা বেগম (২৪),  চম্পা দাশ (২৪), নিলু মজুমদার (৩০), খোরাই জান্নাত (২৩), মো. ইকবাল (৩৪), বিলকিস বেগম (৩২) ও মনোয়ারা বেগম (২৭)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, আনোয়ারায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন পোশাক শ্রমিক আহত হয়েছে।

পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই কোরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিক।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad