ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডবলমুরিংয়ে অস্ত্রসহ গ্রেফতার ৮ ডাকাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ডবলমুরিংয়ে অস্ত্রসহ গ্রেফতার ৮ ডাকাত গ্রেফতার ৮ ডাকাত।

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

 

তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুইটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  

গ্রেফতার আটজন হলো- তাজুল ইসলাম প্রকাশ তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০), জনি শাহ (৩২)।

এছাড়া পলাতক রয়েছে মো. আব্বাস উদ্দিন প্রকাশ জুয়েল প্রকাশ পার্টি জুয়েল (২৬)।  

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুইটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  

ওসি জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা গ্রুপ নিয়ে ঘোরাফেরা করে। টার্গেট নির্ধারণ করে ঘিরে ধরে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।