ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অন‍্যায়ের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন ফারুক মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
অন‍্যায়ের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন ফারুক মাহমুদ

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে ২০০৩ সালে শিবির কর্মীদের হাতে নির্মমভাবে নিহত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ সিদ্দিকীর ১৮তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ‍্যাপক মো. মঈনুদ্দীন।  

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস‍্য দিলোয়ারা ইউসুফ, বাদশা মিয়া, গৌরীশংকর চৌধুরী, ভারত চন্দ্র বড়ুয়া, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, ডা. ফজলুল হক সিদ্দিকী, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, মো. নাজিম উদ্দিন, আবছারুল হক, ডা. চন্দন দত্ত, অ্যাডভোকেট মিলাদুল আমীন।

 

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. কামাল উদ্দিন, আরিফ মঈনুদ্দিন, মো. গিয়াস উদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, নুরুল হোসেন মাসুদ, নবী হোসেন সালাউদ্দিন, ফারজানা আকতার মিলা, সোহেল ইকবাল, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, নাসির আলী পান্না, ইমরান মুন্না, শীলা চৌধুরী, কোহিনুর আকতার কনা, নূসরাত জাহান, শামশুল আলম, আবদুর রহিম, সেলিম উল্ল‍্যাহ, জবরুত উল্ল‍্যাহ জয়, হাছান মুরাদ, ইকবাল করিম তালুকদার, নিয়াজ মোরশেদ, আচঁল চক্রবর্তী, অহিদুল মওলা টুটুল, মাসুম রানা, মাঈনুদ্দিন, মো. ইলিয়াস, ইমরান হোসেন সজল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সন্ত্রাস অন‍্যায় জুলুমের বিরুদ্ধে আমৃত‍্যু লড়াই করেছেন বঙ্গবন্ধুর আদর্শিক নেতা শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী। তাকে হত‍্যার মধ‍্য দিয়ে শুধুমাত্র একজন ব‍্যক্তিকে নয়, একটি এলাকায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়েছিল।  

সভায় বক্তারা আঠারো বছরেও ফারুক সিদ্দিকী হত‍্যার বিচার শেষ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বিচার সম্পন্নের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।