ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহসিন কলেজ ছাত্রলীগে পদ পাওয়া বিতর্কিতদের বাদ দেয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
মহসিন কলেজ ছাত্রলীগে পদ পাওয়া বিতর্কিতদের বাদ দেয়ার দাবি

চট্টগ্রাম: নবগঠিত সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈমসহ বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ছাত্রলীগের এক অংশের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে মিছিল করে তারা এ দাবি জানান।

 

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, দীর্ঘ তিন দশক পর জঙ্গি সংগঠন জামায়াত-শিবিরকে হটিয়ে গুটিকয়েক মুজিব আদর্শের সৈনিক মহসিন কলেজ ছাত্রলীগের রাজনীতির সূচনা করেন। ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে মেয়াদ উত্তীর্ণ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ রাতের আঁধারে অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

তারা বলেন, এ কমিটি গঠনকে কেন্দ্র করে মহসিন কলেজের ক্যাম্পাসে উঠে আন্দোলনের ঝড়। নতুন কমিটির আহ্বায়ক কাজী নাঈমের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ব্যানার ছেঁড়া ও মোবাইল চুরির অভিযোগ রয়েছে। কাজী নাঈম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের অনুসারী।

তারা আরও বলে, ২০১৬ সালে মোবাইল চুরির অপরাধে গণধোলাই খেয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতেও দেখা যায় কাজী নাঈমকে। কলেজে বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা তৈরি ও শিবির কর্মীদের ছাত্রলীগ বানিয়ে নিজের গ্রুপে অনুপ্রবেশের জন্য একাধিকবার খবরের শিরোনামও হন কাজী নাঈম।  

কাজী নাঈমসহ বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেয়ার জোর দাবি জানান মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন ও আনোয়ার পলাশ।

সমাবেশে উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা রুপম সরকার, মাঈনুদ্দিন সোহেল, মোহাম্মদ হানিফ সুমন, তাফহিমুল ইসলাম সোহেল, সিমলা তন্বী, মীর মোহাম্মদ রবি, তওহিদুল হক কায়ছায়, কবির উদ্দীন আবির, মীর মোহাম্মদ শাফায়েত প্রমুখ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) নগর ছাত্রলীগের ১৩ ইউনিটের কমিটি ঘোষণা করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। কমিটি ঘোষণা করার পরপরই মহসিন কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।