ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কমিটি নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
কমিটি নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ,  সড়ক অবরোধ কমিটি নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, সড়ক অবরোধ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগর ছাত্রলীগের ১৩ ইউনিটের ঘোষিত কমিটি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে । বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের কিছু নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

 

এর আগে বিকেলে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজসহ ১৩ ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর কমিটির অনুমোদন দেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বাংলানিউজককে বলেন, মহসীন কলেজের সামনে কিছু ছাত্র বিক্ষোভ করেছে।
তবে কিছুক্ষণ পর আবার ক্যাম্পাসে ফিরে গেছে। কাউকে আটক করা হয়নি।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাংলানিউজকে বলেন, যারা ছাত্রলীগে কাজ করেছে কমিটিতে সবাইকে রাখার চেষ্টা করা হয়েছে। একটি কমিটি দিলে সবাইকে খুশি করা যায় না।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।