ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভালো খেলোয়াড় হতে হলে অনুশীলন করুন: নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
ভালো খেলোয়াড় হতে হলে অনুশীলন করুন: নাছির

চট্টগ্রাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিজেকে একজন গুণগত মানের খেলোয়াড় হিসেবে তৈরি করতে হলে নিয়মিত অনুশীলনের বিকল্প কিছুই নেই। প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট- এই নীতি মেনে চলতে হবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কল্লোল সংঘ ফুটবল দলের অনুশীলন ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আ জ ম নাছির উদ্দীন বলেন, অনুশীলন একজন খেলোয়াড়ের জীবনকে অনন্য করে তুলতে পারে।

আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান হতদরিদ্র পরিবারের সন্তান হয়েও দীর্ঘপথ পায়ে হেঁটে নিয়মিত অনুশীলন করতে আসতেন। বাংলাদেশ ক্রিকেটে আজ যারা প্রতিনিধিত্ব করছেন তারা প্রত্যেকেই কঠোর পরিশ্রম, অনুশীলন আর ক্রিকেটের প্রতি ভালবাসার কারণেই এতদূর উঠে এসেছেন।  

কল্লোল সংঘ ফুটবল কমিটির চেয়ারম্যান এম এ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে সিজেকেএস কাউন্সিলর হাফিজুর রহমান, মশিউল আলম, আহমেদুর রহমান, রায়হান রুবেল, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, কল্লোল সংঘের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদ, কোচ মো. কাশেম, নাহিদ মুরাদ মুন্না, আনোয়ার হোসেন, রাসেল মুরাদ, ইমরান, মোশাররফ হোসেন লিটন, মনসুর প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।