ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চতুর্থ দিনে করোনার টিকা নিলেন ১০৩৬২ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
চট্টগ্রামে চতুর্থ দিনে করোনার টিকা নিলেন ১০৩৬২ জন

চট্টগ্রাম: করোনার টিকা প্রদান কার্যক্রমের চতুর্থ দিনে চট্টগ্রামে ১০ হাজার ৩৬২ জন টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট টিকা নিয়েছেন ২০ হাজার ১৮৯ জন। বুধবার চতুর্থ দিনে টিকা নিয়েছেন ১০ হাজার ৩৬২ জন।

এদের মধ্যে ১৪ উপজেলায় ৪ হাজার ৯৮৪ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার ৩৭৮ জন।

প্রসঙ্গত সারা দেশের সঙ্গে চট্টগ্রামেও গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম। প্রথমদিকে মানুষের আগ্রহ কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে টিকা দানে আগ্রহীদের সংখ্যা বাড়তে থাকে। ফলে টিকা প্রদানে আগ্রহীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad