ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
চমেক হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জন্য দুইটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এসব ক্যানোলা হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রাজিব পালিত জেলা প্রশাসক থেকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দুইটি গ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, জেলা প্রশাসকের স্টাফ অফিসার ওমর ফারুকসহ জেলা প্রশাসন ও চমেক হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া বাংলানিউজকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে চট্টগ্রামবাসীর জন্য দুইটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার হিসেবে পাঠানো হয়।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে ডিসি স্যার এইসব হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।