ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে করোনার টিকা নিতে উপচে পড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
চমেকে করোনার টিকা নিতে উপচে পড়া ভিড় চমেক হাসপাতালে করোনার টিকা নিতে আসা মানুষের লাইন। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনার টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

চাপ সামলাতে বাড়ানো হয়েছে চারটি বুথ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থাপিত করোনা টিকাদান বুথে দেখা যায় এমন চিত্র।

গত দুই দিনের তুলনায় টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাইকে।

চমেক হাসপাতাল পরিদর্শনে এসে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। সরকার বয়স সীমা ৪০ করার পর মানুষের মধ্যে আরও আগ্রহ বেড়েছে। সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে দাঁড়ালে সবাইকে আমরা টিকা দিতে পারব।

তিনি বলেন, চট্টগ্রামে যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেখানে মানুষের  ভিড় সামাল দিতে বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।