ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি সাংবাদিকতা বিভাগকে এলামনাই অ্যাসোসিয়েশনের অনুদান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
চবি সাংবাদিকতা বিভাগকে এলামনাই অ্যাসোসিয়েশনের অনুদান  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাল্টিমিডিয়া ল্যাব পরিচালনার জন্য ১ লাখ টাকা অনুদান দিয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের হাতে অ্যাসোসিয়েশনের নেতারা এ চেক হস্তান্তর করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ ও কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন আলমগীর চেক হস্তান্তর করেন।  

উপাচার্য অ্যাসোসিয়েশনের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা সংগঠিত হলে সংশ্লিষ্ট বিভাগ তথা বিশ্ববিদ্যালয় লাভবান হয়।


উপাচার্য এলামনাই অ্যাসোসিয়েশনকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।