ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দ্বিতীয় দিনে চট্টগ্রামে করোনার টিকা নিলেন ২ হাজার ৭৯৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
দ্বিতীয় দিনে চট্টগ্রামে করোনার টিকা নিলেন ২ হাজার ৭৯৮ জন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: করোনার টিকা কর্মসূচির দ্বিতীয় দিনে ২ হাজার ৭৯৮ জন সম্মুখসারির যোদ্ধা করোনার টিকা নিয়েছেন। এ নিয়ে দুই দিনে টিকা নিলেন ৩ হাজার ৮৮৮ জন।

এ ছাড়া টিকা নিতে সোমবার (০৮ ফেব্রুয়ারি) পর্যন্ত আবেদন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন।

সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রথম দিন রোববার (৭ ফেব্রুয়ারি) নগর ও উপজেলায় এক হাজার ৯০ জন সম্মুখসারির যোদ্ধাকে টিকা দেওয়া হয়। এর মধ্যে নগরের ৬টি কেন্দ্রে ৪২৩ জন এবং ১৪ উপজেলা হাসপাতালে ৬৬৭ জনকে টিকা দেওয়া হয়।  

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, প্রথম দুই দিনে চট্টগ্রাম নগর ও উপজেলাগুলোতে ৩ হাজার ৮৮৮জন টিকা নিয়েছেন। টিকা নিতে আবেদন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।