ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘনকুয়াশা: বিমানের জেদ্দা ফ্লাইটের ২ ঘণ্টা অপেক্ষা চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
ঘনকুয়াশা: বিমানের জেদ্দা ফ্লাইটের ২ ঘণ্টা অপেক্ষা  চট্টগ্রামে ...

চট্টগ্রাম: জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামে নেমেছে।

সূত্র জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ২৪০ যাত্রীর ফ্লাইটটি আকাশে বেশ কয়েকবার চক্কর মেরেও নামতে পারেনি।

এরপর সকাল পৌনে ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুই ঘণ্টা অপেক্ষার পর ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।

হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে জেদ্দা থেকে আসা বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। দুই ঘণ্টা অপেক্ষার পর ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চলে গেছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৭  ঘণ্টা, ফেব্রুয়ারি ০১,  ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।