ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির নেতিবাচক প্রচারণার কারণে ভোটার উপস্থিতি কম ছিল: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
বিএনপির নেতিবাচক প্রচারণার কারণে ভোটার উপস্থিতি কম ছিল: নাছির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আ জ ম নাছির উদ্দীন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে বিএনপির ক্রমাগত নেতিবাচক প্রচারণার কারণে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

 

আ জ ম নাছির উদ্দীন চসিক নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।  

আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি নির্বাচন নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়েছে।

যার কারনে তাদের লোকজন ভোট দিতে আসেননি। আবার যারা শান্তিপ্রিয় ভোটার তারাও আসেননি। এর দায় বিএনপির ওপর বর্তায়।  

তিনি বলেন, আমাদের প্রার্থীর বিজয় সময়ের ব্যাপার ছিল মাত্র। কারন শেখ হাসিনা যে উন্নয়ন চট্টগ্রামে করেছেন তার জন্য মানুষের ভোট পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী।  

আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি বিভিন্ন কেন্দ্রে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। তারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।