ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন আ.লীগের সঙ্গে নয়, হয়েছে পুলিশের সঙ্গে: শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
নির্বাচন আ.লীগের সঙ্গে নয়, হয়েছে পুলিশের সঙ্গে: শাহাদাত ...

চট্টগ্রাম: ‘নির্বাচনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভোট আওয়ামী লীগের সঙ্গে নয়, পুলিশ প্রশাসনের সঙ্গে হয়েছে। ’

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিতে এসে সাংবাদিকদের একথা বলেন বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

তিনি অভিযোগ করেন, পুলিশের উৎসাহী কর্মকর্তারা কীভাবে নির্বাচন করে আওয়ামী লীগকে জিতিয়ে দেবে এ চিন্তাই যেন তাদের মধ্যে কাজ করেছে। আমাদের এজেন্টদের যখন বের করে দিচ্ছিল তখন পুলিশ প্রশাসনের লোকজন কোনো কথাই বলেনি।

তারা বলেছে আমরা কিছুই করতে পারব না।

এ সময় তিনি বলেন, আমি শেষ পর্যন্ত আছি। কীভাবে তারা ভোট ডাকাতি করেছে তা সারা বিশ্বকে দেখাতে চাই আমরা।  

যদি ভোটের পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর থাকত তাহলে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বলে জানান তিনি।

এর আগে সকালে বিএনপির মেয়র প্রার্থী নগরের পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।