ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভোট দিলেন ১১৫ বছরের বৃদ্ধা হজরুন নেসা

জমির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, জানুয়ারি ২৭, ২০২১
ভোট দিলেন ১১৫ বছরের বৃদ্ধা হজরুন নেসা ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: খুলশী থানাধীন ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় খুন হন একজন অটোরিকশা চালক। এ নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের বাইরে চলছিলো ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে র‌্যাব-পুলিশ ও সোয়াত টিম। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাকশনে যান।

এ অবস্থার মধ্যেও সবার নজর কাড়লো ১১৫ বছর বয়সী বৃদ্ধা হজরুন নেসার ওই কেন্দ্রে ভোট দিতে আসা।

হজরুন নেসা আমবাগান এলাকায় থাকেন। তার দুই মেয়ে, দুই ছেলে। এক ছেলে মারা গেছেন। তিনি থাকেন মেয়ের কাছে।

ভোট দিয়ে তিনি বললেন, ভোট দিতে আনন্দ লাগে। পাকিস্তান আমল থেকে ভোট দিচ্ছি। প্রতিবার যোগ্য প্রার্থীকে ভোট দিই।  

তিনি বলেন, সংঘর্ষ হয়েছে জানি, জীবনের শেষ বয়স। জীবনের মায়া নেই। ভয় লাগে না। ভয় পেলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না। তাই সংঘর্ষ, মারামারির মধ্যেও নিজের ভোট দিলাম।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।