ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন চট্টগ্রামে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: সোহেল সারওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই কয়েকটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৭টা থেকেই নগরের বহদ্দারহাট এলাকার এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়াতে শুরু করেন ভোটাররা।

সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যেই প্রায় ২৫০-৩০০ ভোটার হাতে জাতীয় পরিচয়পত্র নিয়ে কয়েকটি লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যান।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি না থাকায় সবার আগে ভোট দিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে যেতেই তারা ভোটগ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রের সামনে লাইন ধরেছেন।

গত কয়েকটি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি দেখা না গেলেও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের এই দীর্ঘ লাইন দেখা গেলো।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।