ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যতিক্রমী প্রচারণায় নৌকার ফেরিওয়ালা মামুন চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ব্যতিক্রমী প্রচারণায় নৌকার ফেরিওয়ালা মামুন চৌধুরী নৌকার পক্ষে মামুন চৌধুরী তথ্যবহুল প্রকাশনা তুলে দেন রেজাউল করিম চৌধুরীর হাতে

চট্টগ্রাম: আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য মামুন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন (নির্বাচনে) নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন।  

গত দুই সপ্তাহ ধরে নগরের বিভিন্ন ওয়ার্ডে সমাবেশ, গণসংযোগের পাশাপাশি ‘আওয়ামী লীগকে নৌকা মার্কায় কেন ভোট দেবেন’ শিরোনামে দুইটি ব্যতিক্রমী প্রকাশনা বের করেছেন।

 

যাতে সারা দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য, রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী ইশতেহারের ৩৭টি প্রতিশ্রুতি ও ৮টি অগ্রাধিকার, রেজাউল করিম চৌধুরীর জীবনী তুলে ধরেছেন।  

সোমবার (২৫ জানুয়ারি) মামুন চৌধুরী বলেন, ভোটারদের কাছে আমি বঙ্গবন্ধু কন্যার সাফল্যগাথা তুলে ধরে নৌকা প্রতীকের প্রার্থীর জন্য ভোট চেয়েছি।

আমার বিশ্বাস, ভোটাররা প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে রেজাউল করিম চৌধুরীকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী চট্টগ্রামের দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে কর্ণফুলী নদীর তলদেশে টানেল, জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প, মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগর, মাতারবাড়ীতে সমুদ্রবন্দর, এনার্জি হাব, কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করছেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটাররা নৌকায় ভোট দেবেন।    

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর বিভিন্ন সংসদীয় আসনে ব্যক্তিগত উদ্যোগে টিশার্ট বিতরণ করেছিলেন মামুন চৌধুরী। এ ছাড়াও নির্বাচনী সভা সমাবেশে প্রচারণায় যোগ দেন। করোনা মহামারির সময়ও চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মামুন চৌধুরী। চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা করোনা হাসপাতালের একজন উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।