ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির অবসরপ্রাপ্ত ১৩ শিক্ষক পেলেন সম্মাননা ও সংবর্ধনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
চবির অবসরপ্রাপ্ত ১৩ শিক্ষক পেলেন সম্মাননা ও সংবর্ধনা বক্তব্য দেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সম্প্রতি অবসর নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৩ প্রবীণ শিক্ষককে সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে চবি শিক্ষক সমিতি।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হকের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সমিতির সদস্য ড. আদনান মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষকরা হলেন দেশের আলোকিত মানবসম্পদ উৎপাদনের কারিগর। বিদায়ী শিক্ষকরা তাঁদের শিক্ষকতা জীবনে দেশ-জাতির সমৃদ্ধি অর্জনে নিরবচ্ছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে দেশে দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদ তৈরি করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে তাঁদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের এ অবদান বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

অবসর নেওয়া শিক্ষকরা হলেন- ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শংকর লাল সাহা, দর্শন বিভাগের অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম,  রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন আহমদ, দর্শন বিভাগের অধ্যাপক ড. এম শফিকুল আলম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ আহসান, অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক রণজিত কুমার চৌধুরী, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, গণিত বিভাগের অধ্যাপক ড. নীলরতন ভট্টাচার্য্য, ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. হোসেন জামাল এবং ইতিহাস বিভাগের অধ্যাপক বকুল চন্দ্র চাকমা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১।
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad