ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ

উজ্জ্বল ধর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: শেষ মুহূর্তেও ব্যস্ত ছাপাখানার কর্মীরা। মেয়র ও কমিশনার প্রার্থীদের পোস্টার লিফলেট, ভোটার স্লিপ আর ব্যানার ছাপাতে গিয়ে পার করছেন নির্ঘুম রাত।

 

পাড়ায় পাড়ায় কিশোর যুবকরা ব্যস্ত নিজেদের সমর্থিত প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপনের সাজসজ্জায়।

শিশুদের নির্বাচনী প্রচারণায় রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও লালখান বাজার এলাকার শিশুদের প্রচারণায় যোগ দিতে দেখা যায়।

রঙিন প্রতীক বানিয়ে নগরজুড়ে সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ডের অলি-গলিতে গণসংযোগে ব্যস্ত কাউন্সিলর প্রার্থীরা।

পোস্টারে ছেয়ে গেছে নগরীর রাজপথ থেকে অলিগলি। পোস্টারে এখন আকাশ দেখাও দায়।

 পুরুষের পাশাপাশি নারীরও ভোট চেয়ে সভা-সমাবেশে উপিস্থিতি লক্ষ্যনীয়।

নগরীর লালখান বাজার এলাকায় একটি রিক্সা সাজিয়ে তোলা হয়েছে নির্বাচনী প্রতীক দিয়ে।

বহদ্দারহাট এলাকায় বাঁশ আর কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে নৌকা প্রতীক। একেকটি নৌকা ৫০০ থেকে হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

নগরীর প্রধান সড়কে শোভা পাচ্ছে নৌকা প্রতীক।

বর্ণাঢ্য প্রতীক হাতে নির্বাচনী গণসংযোগের মিছিলে মেয়র আর কমিশনার প্রার্থীর সমর্থকরা।

ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারের কাছে ভোট চাইছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।  

ফুলের নৌকা প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
ইউডি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।